Viral Video

দুই শাবককে নিয়ে সাঁতরে জলাশয় পেরোচ্ছে বাঘিনি, সঙ্গ দিল ‘প্রেমিক’! রণথম্ভোরের ভিডিয়ো ভাইরাল

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বাঘিনি ঋদ্ধি তার দুই শাবককে সঙ্গে নিয়ে সাঁতরে জলাধার পেরোচ্ছে। তাদের সঙ্গ দিল অপর একটি বাঘ। চার জনে মিলে অত্যন্ত নিপুণতার সঙ্গে সাঁতরে পেরিয়ে গেল রণথম্ভোরের রাজবাঘ জলাধার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বন্যপ্রাণ যাঁরা ভালবাসেন, তাঁরা দিনের পর দিন অপেক্ষা করে থাকেন জঙ্গলের কোনও বিরল প্রাকৃতিক দৃশ্য এক বার স্বচক্ষে দেখার জন্য। ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফাররাও বনেবাদাড়ে ঘুরে বেড়ান বন্যজীবনের কোনও দুর্লভ মুহূর্তকে নিজের ক্যামেরায় বন্দি করে রাখার জন্য। তাঁদের মধ্যে অনেকেই সেই রকম মুহূর্তের সাক্ষী থাকলেও, অনেককেই হতাশা নিয়েই আবার নাগরিক জীবনে ফিরে আসতে হয়। সম্প্রতি ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার সন্দীপ তাঁর রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানের সফরে বন্য জীবনের একটি বিরল দৃশ্য চাক্ষুষ করেছেন। সেই দৃশ্যের ভিডিয়ো তিনি ক্যামেরাবন্দিও করেছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বাঘিনি ঋদ্ধি তার দুই শাবককে সঙ্গে নিয়ে সাঁতরে জলাধার পেরোচ্ছে। তাদের সঙ্গ দিল অপর একটি বাঘ। চার জনে মিলে অত্যন্ত নিপুণতার সঙ্গে সাঁতরে পেরিয়ে গেল রণথম্ভোরের রাজবাঘ জলাধার। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে রাজবাঘ জলাধারের পাশে দাঁড়িয়ে রয়েছে দু’টি সাফারির গাড়ি। দু’টি গাড়ির আসন জুড়েই বসে রয়েছেন পর্যটকেরা। কিন্তু তাঁদের কারও মুখেই একটিও শব্দ নেই। সকলেরই নজর রাজবাঘ জলাধারের দিকে। কারণ? তাঁদের চোখের সামনে তখন বাঘমামার দল। রাজবাঘ জলাশয়ের এক পাশে দাঁড়িয়ে রয়েছে বাঘিনি ঋদ্ধি ও তার দুই শাবক। তাদের সঙ্গ দিয়েছে আরও একটি বাঘ। হয়তো সে ঋদ্ধির ‘প্রেমিক’। হতে পারে মা এবং তার ছানাদের নজরে রাখতেই সে তাদের সঙ্গে এসেছে। চার জনেই জলে নেমে দাঁড়িয়ে রয়েছে। ছানা দু’টি একটু এগিয়ে আবার পিছন ঘুরে দেখে নেয় মা তাদের সঙ্গে রয়েছে কি না। মা ঋদ্ধিও ‘হালুম’ সুরে বুঝিয়ে দিল ‘‘আমি আছি, তোরা এগিয়ে চল’’। তিন জনে মিলে সাঁতার কেটে জলাধারের মাঝবরাবর পৌঁছয়। তার পর লাফিয়ে লাফিয়ে জলাধারের অপর পারে পৌঁছয় তারা। পিছনে দাঁড়িয়ে থাকা ঋদ্ধির প্রেমিকও সাঁতরে চলে আসে জলেই এই পারে। তার পর সকলে মিলে এক সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেল। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

সন্দীপ তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘সন্দীপইঞ্জিনিয়ার’-এ ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। ভিডিয়োটির ক্যাপশনে তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৩ তারিখ। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯৯ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। বন্যপ্রাণের এই ভয়ঙ্কর সুন্দর রূপ নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement