—প্রতীকী চিত্র।
দীর্ঘ দিন ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন। একটি বহুতল আবাসনের ১৮ থেকে পড়ে প্রাণ গেল ওই মহিলার। মুম্বইয়ের ভান্দুপের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রিমা সোলাঙ্কি।
রবিবার ‘ত্রিবেণী সঙ্গম’ নামে একটি ২২ তলা আবাসনের সামনে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা যায়, মৃতা ওই আবাসনের বাসিন্দা। ১৮ তলা থেকে পড়েছেন তিনি। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রিমা। প্রতিবেশীরাও তেমনটা মনে করছেন। তবে তদন্ত শুরু হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, রিমা প্রায় ৩ মাস জটিল অসুখে ভুগছেন। ৪৭ বছরের ওই মহিলা একাই আবাসনে থাকতেন। তাঁর আত্মীয়-পরিজনদের খোঁজ শুরু হয়েছে। তবে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অসুখের কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রিমা। তিনি ফ্ল্যাটের বাইরেও খুব একটা বার হতেন না। রবিবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ অবশ্য দুর্ঘটনায় মৃত্যু— এই মর্মে একটি মামলা রুজু করেছে। তবে নিছক দুর্ঘটনা নাকি মহিলার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।