ছবি পিটিআই।
প্রবল বর্ষণে গুজরাতের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নবসারি জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। পূর্ণা, অম্বিকা, কাবেরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে নবসারিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ওই জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নবসারির সঙ্গে সুরাত হাইওয়ের সংযোগকারী রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
নবসারি ও বিলিমোরার নিচু এলাকাগুলি জলের তলায়। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জুনাগড়, গির সোমনাথ, দাং, ভালসাদ ও নবসারিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।