মেয়ে জন্মেছে, খুশিতে বিনামূল্যে সেলুন পরিষেবা গ্বালিয়রের ব্যক্তির

মেয়ের জন্মানোয় ওই ব্যক্তির ৩টি সেলুনেই ৪ জানুয়ারি চুল কাটা হয়েছে বিনামূল্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৬:৫৪
Share:

পোস্টার। ছবি টুইটার থেকে নেওয়া।

জন্মেছে মেয়ে। তা উদ্‌যাপনের জন্য বিনা পয়সায় গ্রাহকের চুল কেটে দিলেন এক নাপিত। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। মেয়ের জন্মানোয় ওই ব্যক্তির ৩টি সেলুনেই ৪ জানুয়ারি চুল কাটা হয়েছে বিনামূল্যে।

Advertisement

গ্বালিয়রের ওই সেলুন মালিকের নাম সলমন। মেয়ের জন্মদিনে এই কাজ নিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘মেয়ের জন্ম আমার পরিবারে যে খুশি বয়ে এনেছে, সেই বার্তা সকলকে দিতে চেয়েছি।’’ সোমবার নিজের ৩টি সেলুনের সামনে পোস্টার টাঙিয়েছিলেন সলমন। সেখানে লেখা ছিল, ‘৪ জানুয়ারি ফ্রি-তে পরিষেবা পাওয়া যাবে পরিবারে মেয়ে আসার খুশিতে’।

মেয়ের জন্ম নিয়ে সলমন বলেছেন, ‘‘মেয়ের জন্ম হলে অনেকেই অখুশি হয়ে পড়ে। কিন্তু মেয়ে হওয়ায় আমরা কত খুশি, তা জানাতেই ৩টি সেলুনে এই ফ্রি পরিষেবা দেওয়া হয়েছে।’’ ৭০-৮০ জন এই পরিষেবা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। গত ২৬ ডিসেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন সলমনের স্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement