নাকাতল্লাশির সময় সোনার বিস্কটু উদ্ধার হয়। প্রতিনিধিত্বমূলক ছবি।
আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রাজ্যে ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। ভোটে যাতে কালোটাকা ব্যবহার না হয়, তার জন্য কড়া নজরদারি চলছে। জায়গায় জায়গায় নাকাতল্লাশিও চালাচ্ছে পুলিশ। আর সেই নজরদারি চালানোর সময় বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং রুপো বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বই থেকে ৮০ কোটি টাকার রুপো বাজেয়াপ্ত করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই রাজ্যের আরও এক শহর নাগপুরে শনিবার বিস্কুট এবং গয়না মিলিয়ে ১৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া সোনা গুজরাতের একটি সংস্থার। রাস্তায় নাকাতল্লাশি চলার সময় বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার নাগপুরে এসে পোঁছয় এই ধাতু। নিয়ে যাওয়া হচ্ছিল অমরাবতীতে।
দু’দিন আগেই মুম্বইয়ে ৮৪৭৬ কেজি রুপো বাজেয়াপ্ত হয়েছিল। যার আনুমানিক বাজারদর ৮০ কোটি টাকা। মানখুর্দ পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ রুপো উদ্ধার করে। একটি ট্রাক থেকে উদ্ধার হয় সেগুলি। গ্রেফতার করা হয়েছে চালককে। আয়কর বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে।
আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। অন্য দিকে, পৃথক ভাবে লড়ছে এমএনএস।