Gas Cylinder Found on Rail Track

রেললাইনে রাখা গ্যাসভর্তি সিলিন্ডার! দুর্ঘটনা থেকে রক্ষা পেল সেকেন্দরাবাদ-পুণে এক্সপ্রেস

জানা গিয়েছে, রবিবার রাত পৌনে ১১টা নাগাদ পুণের উরুলি কাঞ্চনের কাছে ট্রেনটি ট্র্যাক বদলানোর সময় চালক একটি এলপিজি সিলিন্ডার পড়ে থাকতে দেখেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬
Share:

দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। প্রতিনিধিত্বমূলক ছবি।

আবার রেললাইন থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার হল। লোকো পাইলটের নজরে পড়তেই আপৎকালীন ব্রেক কষে ট্রেন থামান। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সেকেন্দরাবাদ-পুণে এক্সপ্রেস।

Advertisement

জানা গিয়েছে, রবিবার রাত পৌনে ১১টা নাগাদ পুণের উরুলি কাঞ্চনের কাছে ট্রেনটি ট্র্যাক বদলানোর সময় চালক একটি এলপিজি সিলিন্ডার পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি ব্রেক কষে ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকার কারণে চালকের নজরে পড়েছিল গ্যাস সিলিন্ডারটি, ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। চালক সঙ্গে সঙ্গে উরুলি কাঞ্চন স্টেশনে বিষয়টি জানান। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রেলপুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখে।

জানা গিয়েছে, সিলিন্ডারটি গ্যাসভর্তি ছিল। ট্রেনের সঙ্গে সেটির ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটতে পারত। কিন্তু তার আগেই চালকের তৎপরতায় সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের এক কর্তা জানিয়েছেন। অজ্ঞাতপরিচয়ের নামে একটি মামলা রুজু করা হয়েছে উরুলি থানায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ট্রেন আসার কয়েক মিনিট আগেই ওই গ্যাস সিলিন্ডার রেললাইনে ফেলে রাখা হয়েছিল।

Advertisement

উরুলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্কর পাটিল জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। সিলিন্ডারটি গ্যাসভর্তি ছিল। তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এই প্রথম নয়, রেললাইনে এর আগেও গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। শুধু সিলিন্ডারই নয়, কখনও সাইকেল, কখনও বড় পাথর, কখনও সিমেন্টের ব্লক ফেলে নাশকতার ঘটনা প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement