Viral Video

হ্রদে নেমেছেন তরুণী, মুখে ঢুকে পড়ছে একগাদা জ্যান্ত মাছ! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

তরুণীর মুখের ভিতর ভিড় জমাচ্ছে প্রচুর মাছ। তরুণীও স্থির ভাবে মুখ হাঁ করে জলের মধ্যে প্রায় ডুবে রয়েছেন। কিছু ক্ষণ পর জল ছেড়ে সামান্য উপরে উঠলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জলের মধ্যে প্রায় ডুবে রয়েছেন তরুণী। শুধু তাঁর মুখটুকু রয়েছে জলের উপর। মুখ হাঁ করে জলের মধ্যে ডুবে রয়েছেন তিনি। হঠাৎ তাঁর মুখের সামনে পিলপিল করে ভিড় জমাল একগাদা মাছ। তরুণীর মুখগহ্বরের ভিতর প্রায় একসঙ্গে ঢুকে পড়ল তারা। আবার কিছু ক্ষণ পর সেখান থেকে সরে গেল। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হিমপুনানসেরিটালাওয়াক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তরুণীর মুখের ভিতর ভিড় জমাচ্ছে প্রচুর মাছ। তরুণীও স্থির ভাবে মুখ হাঁ করে জলের মধ্যে ডুবে রয়েছেন। কিছু ক্ষণ পর জল ছেড়ে সামান্য উপরে উঠলেন তিনি। দেখা গেল, এক হাতে দানাভর্তি একটি প্যাকেট ধরে রয়েছেন তিনি। সেই প্যাকেট থেকে মুঠো করে দানা নিজের মুখে ভরে ফেললেন তরুণী। তার পর আবার মুখ হাঁ করে জলে ডুব দিলেন তিনি। আবার তরুণীর মুখগহ্বরের সামনে ভিড় জমাল মাছেরা।

আসলে ওই দানাগুলি মাছের খাবার। সেগুলি মুখে পুরে জলে ডুব দিয়েছেন তরুণী। আর খাবার খেতে তরুণীর মুখের সামনে ভিড় জমাচ্ছে মাছেরা। ঘটনাটি মালয়েশিয়ার কেনির হ্রদে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘তরুণীর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোনও ক্ষতিও তো হতে পারত ওঁর।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement