Indian Navy

পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে আরব সাগরে ফ্রান্সের সঙ্গে নৌসেনার যৌথ মহড়া ‘বরুণ’

আরব সাগরে ভারত এবং ফ্রান্সের নৌসেনার এই যৌথ মহড়ায় অংশ নেবে পরমাণু শক্তিচালিত ফরাসি বিমানবাহী জাহাজ এফএনএস চার্লস দ্য গল-সহ একটি ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২২:২১
Share:

—ফাইল ছবি।

ফরাসি নৌবাহিনীর অন্যতম বৃহৎ রণতরী এফএনএস চার্লস দ্য গল-সহ গোটা ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ চলে এসেছে আরব সাগরের উপকূলে। নিশানায়, ভারতীয় নৌসেনার সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া ‘বরুণ’।

Advertisement

গত চার দশক ধরেই দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিবিড়। ৪২তম ‘বরুণ’ নৌমহড়া তাতে নতুন মাত্রা আনতে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। সোমবার থেকে গোয়া এবং কোচির মধ্যবর্তী অংশে শুরু এই নৌমহড়ায় বৃহত্তম ফরাসি বিমানবাহী যুদ্ধজাহাজ ছাড়াও থাকছে সে দেশের একাধিক ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং সামরিক পরিবহণ জলযান।

ফরাসি নৌবাহিনীর ‘মিশন ক্লেমেনসো ২৫’-এর অংশ হিসাবে ওই ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’টিকে সম্প্রতি ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছে। যার প্রধান লক্ষ্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্স তথা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। পাশাপাশি, এই অঞ্চলের মিত্রদেশগুলির (যার মধ্যে রয়েছে ভারত) সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিও প্যারিসের লক্ষ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement