Tamil Nadu Explosion

তামিলনাড়ুর বিরুধনগরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ছ’জন শ্রমিক, গুরুতর জখম দুই

কারখানার এক কর্মী জানিয়েছেন, আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন আচমকা প্রবল বিস্ফোরণ ঘটে। তার তীব্রতায় উড়ে যায় কারখানার চারটি ঘর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৪
Share:
Huge explosion at a firecracker factory in Virudhunagar of Tamil Nadu, many killed

তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর বিরুধনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল শনিবার সকালে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। গুরুতর আহত হয়েছেন দু’জন।

Advertisement

হতাহতেরা বিরুধনগরের সাত্তুরের ওই বাজি কারখানার শ্রমিক বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে। কারখানার এক কর্মী জানিয়েছেন, আতশবাজির মশলা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের প্রক্রিয়া চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানায় চারটি ঘর ভেঙে পড়ে। পাশের দু’টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরেই পুলিশ ও দমকলকর্মীরা পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন। ঘটনার নেপথ্যে অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘন বা অসাবধানতা ছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল। প্রসঙ্গত, গত বছর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এনকে স্ট্যালিন বিরুধনগরে গিয়ে উপযুক্ত বিধি মেনে বাজি তৈরি না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরে শিবকাশীর সেঙ্গমালাপট্টির বাজি কারাখানায় বিস্ফোরণে আট শ্রমিকের মৃত্যুর পর অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement