Crime

বিবাদের জেরে বন্ধুর চার বছরের ছেলের বুকে গুলি চালিয়ে মেরে ফেললেন যুবক!

দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়। তার জেরেই বন্ধুর ছেলেকে অপহরণ করে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

Advertisement

সংবাদ সংস্থা

আগরা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৫:৫৪
Share:

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

ঝামেলার জেরে বন্ধুর চার বছরের ছেলেকে অপহরণ করে তার বুকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা এলাকায়।

Advertisement

ঠিক কী অভিযোগ? অতীতে ‘ভান্ডারা’র (যেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়) আয়োজন করা হয়েছিল। সে সময় আয়োজকদের তালিকা থেকে অভিযুক্ত যুবকের নাম বাদ দেওয়া হয়। আর তা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়। তার জেরেই বন্ধুর ছেলেকে অপহরণ করে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

আগরার সার্কেল অফিসার সুকন্যা শর্মা জানিয়েছেন, গত শনিবার রাতে এই ঘটনা ঘটে। বাড়ির বাইরে খেলছিল শিশুটি। তার পর থেকেই তার খোঁজ পাওয়া যায়নি। এর পরই ছেলের খোঁজ শুরু করে শিশুটির পরিবার। তাঁদের সঙ্গে শিশুটিকে খুঁজতে বেরোন অভিযুক্ত যুবকও। ওই যুবক দাবি করেন যে, এক ব্যক্তি তাঁকে শিশুটির ব্যাপারে খবর দিয়েছেন।

Advertisement

তার পর হত্যার পর শিশুটিকে যেখানে ফেলে রাখা হয়েছিল, সেখানে সকলকে নিয়ে যান যুবক। পরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তখনই তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এতেই সন্দেহ বাড়ে পুলিশের।

শেষমেশ বান্টি নামে ২৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা ও অভিযুক্ত একটি মিষ্টি দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, খুনের অভিযোগ স্বীকার করেছেন যুবক। জেরায় তিনি জানিয়েছেন যে, আগরার এক ব্যক্তির থেকে দেশি পিস্তল ও কার্তুজ কেনেন। শিশুটিকে অপহরণের পর সেই পিস্তল দিয়েই তার বুকে গুলি চালান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement