Crime

উত্তরপ্রদেশে আবার গণধর্ষণ! গেস্ট হাউসের পিছনে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল কিশোরীকে

কিশোরীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। গণধর্ষণ করে তাকে ছুড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৪:৫০
Share:

কিশোরীর শারীরিক অবস্থা সঙ্কটজনক। প্রতীকী ছবি।

উত্তরপ্রদেশে আবার গণধর্ষণের অভিযোগ উঠল। এ বার কনৌজ জেলায় এক কিশোরীকে গণধর্ষণ করে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ১২ বছর বয়সি ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানোর পরই এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

ঠিক কী ঘটেছে? সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার বিকেলে ‘পিগি ব্যাঙ্ক’ (খুচরো পয়সা জমানোর ভাঁড়) কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কিশোরী। কিন্তু দীর্ঘ ক্ষণ পরেও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। সন্ধ্যায় ডাক বাংলা গেস্ট হাউসের পিছনে কিশোরীকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করার সময় কিশোরীর শরীরে রক্ত লেগে ছিল বলে দাবি করা হয়েছে।

মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। তার পরই তার খোঁজ শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিশোরীকে নিজের হাতে তুলে অটোয় করে তাকে জেলা হাসপাতালে নিয়ে যান মনোজ পাণ্ডে নামে এক পুলিশ আধিকারিক। সেখান থেকে কিশোরীকে কানপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশে একাধিক ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে। সে রাজ্যে শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে বারংবার যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। এই প্রেক্ষাপটে কনৌজ জেলার ঘটনা এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement