প্রতীকী ছবি।
এ বার প্রকাশ্যে এল ভেড়া বিলি কেলেঙ্কারি। আর সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তেলঙ্গানার চার সরকারি আধিকারিক।
তেলঙ্গানার দুর্নীতিদমন শাখা (এসিবি) বৃহস্পতিবার ওই চার আধিকারিককে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন, প্রাণীসম্পদ দফতরের সহ-অধিকর্তা ডি রবি, এম আদিত্য কেশব সাই, উচ্চশিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর শ্রী সাঙ্গু গণেশ এবং জলসরবরাহ দফতরের আধিকারিক পশুলা রঘুপতি রেড্ডি।
এসিবি সূত্রে খবর, ভেড়া বিলিতে দুর্নীতি নিয়ে অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল। বেশ কয়েকটি মামলাও রুজু হয়। সেই মামলার তদন্তের ভার পড়েছে দুর্নীতিদমন শাখার। এসিবির তদন্তে চার আধিকারিকের নাম উঠে আসে। ওই চার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, ভেড়া বিলির নামে কোটি কোটি টাকা হাতিয়ে বেনামে অ্যাকাউন্ট খুলে সেখানে সেই টাকা গচ্ছিত রেখেছেন। সরকারি তহবিলের দু’কোটি ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে। আর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে বলে এসিবি সূত্রে খবর।
অন্ধ্রপ্রদেশের কয়েক জন ভেড়া বিক্রেতা গত জানুয়ারিতে গাছিবোওলি থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁদের কাছ থেকে ভেড়া নেওয়ার পর সেই টাকা মেটানো হয়নি। বরং সেই টাকা সরকারি আধিকারিকরা কয়েকটি বেনামি অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এসিবি। সরকারি তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগে গ্রেফতার করা হয় চার আধিকারিককে।