— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ল বিমানের জ্বালানির দাম। তার জেরে বাড়তে পারে বিমানের টিকিটের দামও। রবিবার থেকেই সারা দেশে বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম বেড়েছে। সেই আবহেই এ বার আশঙ্কা, শীঘ্রই বিমানের টিকিটও বিক্রি হবে চড়া দামে।
রবিবার প্রতি কিলোলিটারে ১৩১৮ টাকা বৃদ্ধি করা হয়েছে এটিএফ-এর দাম। চলতি সপ্তাহ থেকেই জ্বালানির দাম দিল্লিতে প্রতি কিলোলিটারে ৯১,৮৫৬.৮৪ টাকা , কলকাতায় ৯৪,৫৫১.৬৩ টাকা, মুম্বইয়ে ৮৫,৮৬১.০২ টাকা এবং চেন্নাইয়ে ৯৫,২৩১.৪৯ টাকা ধার্য করা হয়েছে। রবিবার থেকেই এই সংশোধিত মূল্য কার্যকরী হতে চলেছে। এর জেরেই মাথায় চিন্তিত যাত্রীরা। কারণ, জ্বালানির দাম বাড়লে বাড়তে পারে টিকিটের দামও। এদিকে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে পর্যটন মরসুম চলে। বহু পর্যটক বিমানযাত্রা করেন। এই সময়ে টিকিটের দামবৃদ্ধির সম্ভাবনায় তাই শঙ্কিত যাত্রীদের একাংশ।
বিমানের টিকিটের দাম নির্ধারিত হয় জ্বালানির দামের উপর ভিত্তি করে। বিমানে সাধারণত কর্মীদের পারিশ্রমিকের জন্য সবচেয়ে বেশি খরচ হয়। এর পরেই রয়েছে জ্বালানি বাবদ খরচ। বিমান সংস্থাগুলির লাভের অঙ্ক জ্বালানির দামের ওঠানামার উপর নির্ভর করে। ফলে লাভ রাখার জন্য বাধ্য হয়ে টিকিটের দাম বাড়াতে হয় বিমান সংস্থাগুলিকে।
প্রতি মাসের ১ তারিখে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সরকারি সংস্থাগুলি জ্বালানি এবং রান্নার গ্যাসের দামে পরিবর্তন করে। গত ১ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর পর পর দু’মাস জ্বালানির দাম কমেছিল। গত ১ নভেম্বর সেই দাম ৩.৩ শতাংশ বাড়ানো হয়। এর পর ১ ডিসেম্বর ফের বাড়ল জ্বালানির দাম। অন্য দিকে, হোটেল এবং রেস্তোরাঁগুলিতে ব্যবহৃত বাণিজ্যিক রান্নার গ্যাস (এলপিজি)-র দামও রবিবার বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন দিল্লিতে ১৮১৮.৫০ টাকা, মুম্বইতে ১৭৭১ টাকা, কলকাতায় ১৯২৭ টাকা এবং চেন্নাইতে ১৯৮০ টাকায় এসে দাঁড়িয়েছে, যা চলতি বছরে সর্বাধিক। তবে গার্হস্থ্য প্রয়োজনে ব্যবহার্য রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে।