খলিস্তানি নেতা পন্নুন। — ফাইল চিত্র।
রামমন্দিরের পর নিশানায় ভুবনেশ্বর বিমানবন্দর। ভুবনেশ্বরে ৫৯তম ডিজি সম্মেলনের শেষ দিনে ফের হামলার হুমকি দিলেন খলিস্তানপন্থী নেতা গুরুপতবন্ত সিংহ পন্নুন। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর এই নেতার হুমকি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার হামলার হুমকি দিলেন পন্নুন। ভুবনেশ্বরের এক সাংবাদিককে পাঠানো ইমেলে ওই হুমকি দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে, রবিবার ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনও যাত্রী যেন বিমান সফর না করেন। তবে কী ধরনের হামলা চালানো হতে পারে, তার কোনও উল্লেখ করেননি ওই খলিস্তানি নেতা।
এর পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। ওই বার্তা আদৌ পন্নুন-ঘনিষ্ঠ কারও পাঠানো কি না, তা জানতে ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে প্রেরককে খোঁজার চেষ্টা চলছে। সেই আবহেই আবার ভুবনেশ্বর বিমানবন্দরে একটি বেওয়ারিশ ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। সিআইএসএফ কর্মীরা ব্যাগটি পরীক্ষা করে দেখেছেন। পৌঁছেছে বম্ব স্কোয়াডও।
শনিবার ভুবনেশ্বরে ৫৯তম ডিজি-আইজি সম্মেলন ছিল। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। সেখানে পূর্ব ভারতের সীমান্তে নিরাপত্তাবিষয়ক সমস্যাগুলি নিয়ে আলোচনার পাশাপাশি অভিবাসন নীতি ও অনুপ্রবেশ রোখার উপরেও জোর দেওয়া হয়েছে।
গত মাসেও এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পন্নুন। যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছিলেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন। তিনি দাবি করেছিলেন, শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হবে। খলিস্তানি জঙ্গি পন্নুন আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক। কানাডায় আশ্রয় নেওয়া পান্নুন ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পর তাঁর চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পঞ্জাবের বিভিন্ন থানায় পন্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। রয়েছে দেশদ্রোহিতার অভিযোগও।