এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলন্ত বাসে উঠে তিন মহিলার মুখে রাসায়নিক ছুড়লেন যুবক! হামলার পরেই তড়িঘড়ি বাস থেকে নেমে চম্পট দিলেন। শুক্রবার রাতে বিশাখাপত্তনমে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের (এপিএসআরটিসি) বাসে ঘটনাটি ঘটে। বাসটি কাঁচরাপালেম জংশনে থামলে বাসে ওঠেন অভিযুক্ত যুবক। এর পর আচমকাই তিন মহিলাকে লক্ষ্য করে রাসায়নিক তরল ছুড়ে মারেন তিনি। আক্রান্ত মহিলারা চিৎকার করতে শুরু করলে তড়িঘড়ি চলন্ত বাস থেকে নেমে চম্পট দেন যুবক।
ঘটনার পরেই বাসে চাঞ্চল্য ছড়ায়। তত ক্ষণে আক্রান্ত মহিলাদের চোখ জ্বালা করতে শুরু করেছে। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সহযাত্রীরাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ ক্ষণ ধরে বার বার চোখ জল দিয়ে ধোওয়ার পর এখন নিরাপদে আছেন আক্রান্তেরা। চোখে দেখতেও পাচ্ছেন। তবে রাসায়নিক তরলটি আসলে কী ছিল, তা এখনও জানা যায়নি। ওই তরলের নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।