প্রতিনিধিত্বমূলক ছবি।
এক মাছ ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে, লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কেরলের তিরুঅনন্তপুরমে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অখিল।
শনিবার কাজ সেরে বা়ড়িতে ফিরছিলেন অখিল। সেই সময় তাঁর পথ আটকায় চার দুষ্কৃতী। তাঁদের হাত থেকে বাঁচতে রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেন মাছ ব্যবসায়ী। কিন্তু তাঁর পিছু পিছু তাড়া করে দুষ্কৃতীরা। কারামানার কাছে অখিল ধরে ফেলে তারা। তার পরই তাঁকে প্রথমে লাঠি দিয়ে মারধর করেন। কিন্তু সেখানেও থামেনি দুষ্কৃতীরা। এর পর পাথর দিয়ে অখিলের মাথা থেঁতলে দেয় তারা।
গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে অখিলের দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, এটি কোনও গোষ্ঠীদ্বন্দ্বের জের। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা।
এই খুনের ঘটনায় কেরলের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। রাজ্যের বিরোঝী দলনেতা ভিডি সতীশন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মাসেও এর্নাকুলামের মুভাত্তুপুঝায় এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। ওই পরিযায়ী শ্রমিক অরুণাচল প্রদেশের বাসিন্দা ছিলেন। তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।