Rajasthan Crime

স্ত্রীর সঙ্গে ঝগড়া, সন্তানদের ধাক্কা মেরে কুয়োয় ফেললেন বাবা! মৃত্যু শিশুপুত্রের

রাজস্থানে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে দুই সন্তানকে কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পাঁচ বছরের শিশুপুত্রের মৃত্যু হয়েছে। তবে কন্যাটিকে উদ্ধার করতে পেরেছেন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৪:১৯
Share:

প্রতীকী চিত্র।

দুই সন্তানকে ধাক্কা মেরে কুয়োয় ফেলে দিলেন বাবা। স্ত্রীর উপর ক্ষোভ থেকে রাগের মাথায় তিনি সন্তানদের কুয়োয় ফেলে দেন বলে অভিযোগ। কুয়োয় ডুবে তাঁর পাঁচ বছরের শিশুপুত্রের মৃত্যু হয়েছে। তবে কন্যাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন গ্রামবাসীরা।

Advertisement

ঘটনাটি রাজস্থানের আজমের জেলার। অভিযুক্তের নাম বিজয় রাওয়াত। ৩৫ বছরের ওই যুবক স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন বলে অভিযোগ। সেই রাগ গিয়ে পড়ে সন্তানদের উপর। পুত্র এবং কন্যাকে টেনে তিনি কুয়োর সামনে নিয়ে যান। তার পর দু’জনকেই ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেন।

দম্পতির পাঁচ বছরের পুত্রের নাম হর্ষবর্ধন। কুয়োয় ডুবে তার মৃত্যু হয়েছে। তাঁদের কন্যা ন’বছরের হর্ষিতাও জলে পড়ে গিয়েছিল। গ্রামবাসীরা তাকে কুয়ো থেকে টেনে তোলেন। কিন্তু ছেলেটিকে কুয়ো থেকে তুলে আনা যায়নি। পরে প্রশাসনের তরফে জল থেকে তার দেহ উদ্ধার করা হয়। শনিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই মামলাও হয়নি। তবে প্রাথমিক ভাবে মৃত শিশুটির বাবাকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রামবাসীদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement