—প্রতিনিধিত্বমূলক চিত্র।
২০০ টাকা দাম উঠেছিল টোম্যাটোর। নামতে নামতে তা ৪ টাকায় পৌঁছেছে। বাজারে গিয়ে টোম্যাটোর দাম শুনে মাথায় হাত কৃষকদের। রাস্তায় ঝুড়ি ঝুড়ি টোম্যাটো ঢেলে বিক্ষোভ দেখালেন তাঁরা।
অন্ধ্রপ্রদেশের কুর্নূলের ঘটনা। স্থানীয় একটি বাজারে টোম্যাটো বিক্রি করা হচ্ছে মাত্র চার টাকা প্রতি কেজিতে। আর সেই দামেই আপত্তি কৃষকদের। অনেকেই বলছেন, টোম্যাটো ফলাতে কিছু খরচ হয়েছে। তা বাজার পর্যন্ত নিয়ে আসার পরিবহণ খরচও রয়েছে। এই দামে বিক্রি করতে হলে কোনও খরচই উঠবে না।
বিক্রি করতে পারছেন না, আবার ফিরিয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়— এই পরিস্থিতিতে অন্য উপায় না দেখে রাস্তায় সব টোম্যাটো ঢেলে দেন এক দল কৃষক। টোম্যাটোর বিক্রয়মূল্য বৃদ্ধি করার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।
কিছু দিন আগেই টোম্যাটোর দাম হঠাৎ অনেক বেড়ে গিয়েছিল। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল টোম্যাটো। অথচ, এই সব্জি ঘরে ঘরে জনপ্রিয়। অনেকের হেঁশেলেই টোম্যাটো না হলে চলে না। দাম দিয়েই তাই টোম্যাটো কিনতে হচ্ছিল আমজনতাকে। সারা দেশেই টোম্যাটোর দাম ২০০ ছাড়িয়ে গিয়েছিল। টোম্যাটোর এই অগ্নিমূল্যের প্রভাব পড়েছে হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে খাবারের দোকানগুলিতে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, কয়েক কেজি টোম্যাটো বিক্রি করেই কৃষকেরা লাখপতি হয়ে যাচ্ছিলেন।
ধীরে ধীরে বাজারে টোম্যাটোর দাম কিছুটা কমেছে। তবে এক ধাক্কায় ৪ টাকা প্রতি কেজি দরে টোম্যাটো বিক্রির কথা কিছুতেই মানতে পারেননি অন্ধ্রের কৃষকেরা। তাই তাঁরা বিক্ষোভের পথ বেছে নেন।