Bizzare

Viral: ৪১ তম সাক্ষী ‘গো-মাতা’! হরিয়ানায় থানায় গরু নিয়ে এসে প্রতিবাদ কৃষকদের

কৃষকদের দাবি, ‘‘হরিয়ানা সরকার গো-মাতাকে সম্মান করে। তাই তাকে সঙ্গে রেখেই থানায় আন্দোলন। প্রশাসন গো-মাতাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ১১:৪৭
Share:

নিজস্ব চিত্র

দুই কৃষকের গ্রেফতারির প্রতিবাদে হরিয়ানার ফতেহবাদে থানায় গরু নিয়ে গিয়ে বিক্ষোভ দেখালেন কৃষকরা। স্থানীয় বিধায়কের বাড়ি ঘেরাও করে রাখার অভিযোগে দুই প্রতিবাদী কৃষককে গ্রেফতার করে পুলিশ। সেই দু’জনের মুক্তির দাবিতে স্থানীয় থানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কৃষকরা। তাঁদের সেই বিক্ষোভের অংশ হিসাবে থানায় একটি গরুও নিয়ে আসেন কৃষকরা। বলা হয়, ‘‘গরুটি ৪১ তম সাক্ষী, তাই তাকেও নিয়ে আসা হয়েছে।’’

Advertisement

কৃষক সংগঠন সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়। থানার চারদিক ঘিরে অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন কৃষকরা। সঙ্গে ছিল গরুটিও। একটি ছোট বাঁশের খুঁটিতে বাঁধা ছিল গরুটিকে। সামনে ছিল জল, আর খাবার। প্রতিবাদী কৃষকরা জানান, ‘‘বর্তমানে হরিয়ানায় যে সরকার রয়েছে, সেই সরকার নিজেদের গোরক্ষক বলে দাবি করে, গরু পবিত্র পশু বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তাই আমরা সেই পবিত্র প্রাণীটিকে নিয়ে এসেছি প্রতিবাদে। সরকারের নজর যাতে ফেরে, সেই কারণেই আমরা গরুটিকে এনেছি।’’

রবিবার রাতেই জামিনে মুক্ত করা হয়েছে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement