হাতিটির গতিবিধির দিকে নজর রাখছে বন দফতর প্রতীকী চিত্র
দল থেকে বিতাড়িত হওয়ার পরে ২ মাসের মধ্যে ঝাড়খণ্ডে ১৬ জনকে পিষে মারল এক মত্ত হাতি। বন দফতর জানিয়েছে, হাতিটির বয়স ১৫-১৬ বছর। সাঁওতাল পরগনা এলাকায় তাদের ২২ জনের একটি দল রয়েছে। সেখান থেকে খারাপ ব্যবহারের জন্য তাকে বিতাড়িত করা হয়। তার পর থেকেই এই কাজ করছে সে।
আঞ্চলিক বন আধিকারিক সতীশ চন্দ্র রাই সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, ‘‘দেখে মনে হচ্ছে খারাপ ব্যবহার কিংবা অন্য পুরুষ হাতিদের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাওয়ার জন্য দল থেকে তাড়িয়ে দেওয়া হয় হাতিটিকে। তার পর থেকে রাগের মাথায় এই কাণ্ড ঘটাচ্ছে সে। আমরা ওর গতিবিধি লক্ষ্য করছি। ২০ জন আধিকারিক সব সময় হাতিটিকে নজরে রেখেছেন। আমাদের প্রধান কাজ হচ্ছে হাতিটিকে ও তার হাত থেকে মানুষদের রক্ষা করা।’’
ওই আধিকারিক আরও বলেন, ‘‘হাতিটি শুধুমাত্র তার রাস্তায় চলে আসা মানুষদের মেরেছে। অনেক সময় কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করলে তাকে প্রাণ হারাতে হয়েছে। নিজে থেকে হাতিটি কাউকে আক্রমণ করেনি বা কারও বাড়িতে ভাঙচুর চালায়নি। আমরা সবাইকে বোঝাচ্ছি, এই সময় হাতিটির কাছে যাতে কেউ না যান। আমরা লক্ষ্য রাখছি হাতিটিকে তার দলে গ্রহণ করা হচ্ছে কি না। তার পরেই আমরা কোনও ব্যবস্থা নেব।’’