ছবি: পিটিআই।
পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজের নির্দেশে ভুলত্রুটি সংশোধনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানাল ইডি। কিন্তু হাইকোর্টের বিচারপতি সুরেশ কাইট জানিয়েছেন, অন্য মামলার রায়ের যে অংশ চিদম্বরমের জামিন খারিজের নির্দেশে রয়েছে তা ‘নজির’ হিসেবেই উল্লেখ করা হয়েছে। অন্য দিকে এ দিনই দিল্লি হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন চিদম্বরম।
গত কাল সংবাদমাধ্যমের একাংশ জানায়, আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের জামিনের আর্জি খারিজের নির্দেশে ওই মামলার সঙ্গে যুক্ত নয় এমন একটি মামলার রায়ের কিছু অংশ রয়েছে।
গত কালই এই ঘটনাকে ‘কাট পেস্ট জব’ বলে কটাক্ষ করেছেন চিদম্বরমের ছেলে কার্তি। এ দিন স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার শুনানি শুরু করেছে দিল্লি হাইকোর্ট। চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করেছিলেন বিচারপতি সুরেশ কাইট। এ দিন তিনি বলেন, ‘‘চিদম্বরমের মামলার রায়ে অন্য মামলার রায়ের অংশকে নজির হিসেবেই ব্যবহার করা হয়েছে। কাট পেস্ট জবের প্রশ্ন নেই।’’
আরও পড়ুন: নির্বাচনী বন্ড নিয়ে বিতর্ক