ইডির হানা। — নিজস্ব চিত্র।
বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারির সন্দেহে দেশের একটি স্বর্ণঋণ দানকারী সংস্থার বিভিন্ন দফতরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কেরলের বিভিন্ন জায়গায় হানা দেয় ইডি। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলার তদন্তেই তল্লাশি চালানো হয়েছে।
ওই স্বর্ণঋণ দানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)-র গাইডলাইন ভেঙে সাধারণ মানুষের থেকে ১৫০ কোটি টাকার বেশি অর্থ জমা করেছে তারা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার ওই সংস্থার কেরলের বিভিন্ন দফতরে হানা দেয় ইডি। ত্রিশূরে ওই সংস্থাটির আঞ্চলিক সদর দফতর-সহ মূলত ৪টি এলাকায় তল্লাশি চালিয়েছে ওই সংস্থাটি। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বিষয়টি ওই সংস্থাটিকে ইমেল মারফত জানানো হয়েছে বলেও ইডি সূত্রে খবর।
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, ওই সংস্থাটি বিপুল অঙ্কের টাকা লেনদেন করেছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত নথি হাতে পেতে চাইছে ইডি।