Earthquake

আফগানিস্তানে ভূমিকম্প, রিখটর স্কেলে মাত্রা ৬.১, কাঁপল দিল্লি, লাহোর

জম্মু ও কাশ্মীরে পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও কেঁপেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১৫:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার কেঁপে উঠল দিল্লি এবং সংলগ্ন এলাকা। ভূমিকম্পের কেন্দ্র আফগানিস্তান। সেখানে রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তার জেরেই বৃহস্পতিবার দুপুরে কেঁপে উঠেছে দিল্লি। এখনও হতাহতের খবর মেলেনি। আতঙ্কে নাগরিকেরা।

Advertisement

জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও কেঁপেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র কাবুলের থেকে ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement