ছবি: এপি।
চলতি মাসের ২৩ তারিখে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। দিল্লিতে পা দেওয়ার আগে আমদাবাদে যেতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গত সেপ্টেম্বরে হাউস্টনে হওয়া ‘হাউডি মোদী’-র ভারতীয় সংস্করণ হতে পারে সেখানে। আমদাবাদ থেকে দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক করবেন তিনি। তার পর আগরায় তাজমহলে যাওয়ার প্রস্তুতি চলছে ট্রাম্পের। কথা চলছে সংসদে ট্রাম্পের বক্তৃতার।
ইমপিচমেন্ট বিতর্ক থেকে মুক্তি পাওয়া ট্রাম্প নতুন উদ্দীপনায় ভারত সফরের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানাচ্ছে মার্কিন সূত্র। বহু দিন ধরে ঝুলে থাকা বাণিজ্য চুক্তি দু’দেশের কাছেই যে এই সফরের মাইলফলক হয়ে উঠতে চলেছে, তা স্পষ্ট। তার খসড়া তৈরির জন্য চলছে যুদ্ধকালীন ব্যস্ততা। আগামী সপ্তাহে ট্রাম্প প্রশাসনের প্রধান বাণিজ্য কর্তা রবার্ট লেইথেজারের নয়াদিল্লি আসার কথা রয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক হবে চুক্তি নিয়ে। চেষ্টা করা হবে দু’দেশের মতপার্থক্যের দিকগুলিকে কমানোর।
সূত্রের খবর, ট্রাম্প ব্যক্তিগত ভাবে চান আমদাবাদে সভা হোক। গুজরাতি বংশোদ্ভূত আমেরিকানদের বার্তা দিতে চান তিনি। সাধারণ ভাবে ভারতীয় সম্প্রদায় ডেমোক্র্যাটপন্থী হলেও তাদের এই অংশকে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে দেখা গিয়েছে ২০১৬ সালে। সে সময়ের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের জন্য জনসভায় বার্তা দিয়েছিলেন, জিতে ক্ষমতায় এলে ভারত-বন্ধু হয়ে উঠতে চান। এ বার ভারতের মাটিতে দাঁড়িয়ে সেই বার্তা নিজের দেশের ভারতীয় বংশোদ্ভূতদের দিতে চাইছেন তিনি।
আরও পড়ুন: বেকারত্বের হার নিয়ে উদ্বেগ কৌশিকের