Crime

দিল্লির ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক

উত্তর পূর্ব দিল্লির নন্দনগরী এলাকায় একটি ক্লিনিকে কাজ করতেন ওই নার্স। ২০২১ সালের অগস্ট মাসে ওই নার্সকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ২১:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

দিল্লিতে আবার ধর্ষণের অভিযোগ উঠল। একটি ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

উত্তর পূর্ব দিল্লির নন্দনগরী এলাকায় একটি ক্লিনিকে কাজ করতেন ৩৪ বছরের ওই নার্স। ২০২১ সালের অগস্ট মাসে ওই নার্সকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর আপত্তিকর ভিডিয়োও তোলা হয় বলে অভিযোগ করেছেন নার্স। তাঁর কাছ থেকে সাত লক্ষ টাকা নিয়েছেন বলেও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নার্স।

Advertisement

গত ১৩ জুন নন্দনগরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়। তার পরেই উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে গ্রেফতার করা হয় চিকিৎসককে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮ ধারায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ওই ক্লিনিকটি গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement