Devendra Fadnavis

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিলেন ফডণবীস, সঙ্গে দুই ‘উপ’ শিন্ডে এবং অজিতও

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু হাজির ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭
Share:

ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।

তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে শপথবাক্য পাঠ করলেন তিনি।

Advertisement

ফডণবীসের সঙ্গেই শিবসেনা (শিন্ডে)-র প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি (অজিত)-এর সভাপতি অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বৃহস্পতিবার। শিন্ডের উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরে টানাপড়েন চললেও শেষ পর্যন্ত বৃহস্পতির দুপুরে শিন্ডেসেনা জানায়, দেবেন্দ্রের আমন্ত্রণ স্বীকার করে মন্ত্রিসভায় যোগ দেবেন তাঁদের নেতা।

মুম্বইয়ের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস অঠওয়ালে হাজির ছিলেন। ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা। সেই সঙ্গে প্রায় ৪২ হাজার মানুষ। তবে আজ়াদ ময়দানেের শপথে দেখা যায়নি বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’র কোনও নেতাকে।

Advertisement

বৃহস্পতিবার শুধু ফডণবীস-শিন্ডে-অজিত শপথ নিয়েছেন। ‘মহাজুটি’র তরফে জানানো হয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণ চলতি মাসেই হতে পারে। শিন্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র দফতরের বিষয়ে এখনও অনড় শিন্ডে। তাঁর যুক্তি, অতীতে গোপীনাথ মুন্ডে, আরআর পাটিল, জয়ন্ত পাটিল, ছগন ভুজবল, অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দফতর সামলেছেন। এমনকি, বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রের হাতে ছিল স্বরাষ্ট্র দফতরের ভার। তবে বিজেপি স্বরাষ্ট্র ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দফতর বণ্টনের সময় নতুন করে ‘সমস্যা’ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement