Maharashtra Assembly Election 2024

ফডণবীসের শপথে বৃহস্পতির মুম্বইয়ে মোদী, শুভেচ্ছা জানিয়েও শিন্ডে উপমুখ্যমন্ত্রিত্ব নিয়ে চুপ

বিধানসভা ভোটে জয়ের ১২ দিনের মাথায় মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-এর জোট সরকার শপথ নিতে চলেছে। দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী এবং অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:১৩
Share:

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডণবীস। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের ভাবী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে শুভেচ্ছা জানাল শিন্ডেসেনা। তবে মুম্বইয়ের আজাদ ময়দানে বৃহস্পতিবার বিকেলে তাদের দলনেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করবেন কি না, তা সকালেও স্পষ্ট ভাবে জানাল না।

Advertisement

বিধানসভা ভোটে বিপুল জয়ের ১২ দিনের মাথায় মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’র সরকার শপথ নিতে চলেছে। সেখানে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং এনসিপি (অজিত) প্রধান অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা ঘোষণা হয়েছে বুধবারই। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে উহ্য রয়েছে শিন্ডেসেনার প্রধান একনাথ শিন্ডের প্রসঙ্গ।

বিজেপির একটি সূত্র অবশ্য দাবি করছে, শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ লাভের পরে বুধবার সন্ধ্যায় এক সঙ্গে সাংবাদিক বৈঠক করেছিলেন দেবেন্দ্র, শিন্ডে এবং অজিত। সেখানে শিন্ডে জানান, বুধবার রাতে ফডণবীস তাঁর বাড়িতে গিয়ে মন্ত্রিসভায় যোগদানের অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই অনুরোধ তিনি গ্রহণ করবেন কি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আগামিকাল বিকেল পর্যন্ত অপেক্ষা করুন।’’ শিন্ডেসেনার একটি সূত্র জানাচ্ছে, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হলেও স্বরাষ্ট্র দফতরের বিষয়ে অনড় শিন্ডে। তাঁর যুক্তি, অতীতে গোপীনাথ মুন্ডে, আরআর পাটিল, জয়ন্ত পাটিল, ছগন ভুজবল, অনিল দেশমুখরা মুখ্যমন্ত্রী না হয়েও স্বরাষ্ট্র দফতর সামলেছেন। এমনকি, বিদায়ী সরকারেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্রর হাতে ছিল স্বরাষ্ট্র দফতরের ভার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement