Maharashtra Assembly Election 2024

‘মুখ্য’ ফডণবীসের সরকারে ‘উপ’ হচ্ছেন শিন্ডে, বার্তা দিল শিবসেনা! একটু পরেই মোদীর উপস্থিতিতে শপথ

শিন্ডেসেনার নেতা তথা প্রাক্তন মন্ত্রী উদয় সাবন্ত বলেন, ‘‘ফডণবীস আমাদের নেতা শিন্ডেজিকে তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রী হতে অনুরোধ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ স্বীকার করেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫
Share:

(বাঁ দিকে) দেবেন্দ্র ফডণবীস, একনাথ শিন্ডে (ডান দিকে)। —ফাইল ছবি।

শেষ পর্যন্ত জট কাটল মহারাষ্ট্রের ‘মহাজুটি’তে। নতুন মন্ত্রিসভার শপথের কয়েক ঘণ্টা আগে শিন্ডেসেনার তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকারে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী তথা শিন্ডেসেনার সদ্যনির্বাচিত বিধায়ক উদয় সাবন্ত বলেন, ‘‘ফডণবীস আমাদের নেতা শিন্ডেজিকে তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রী হতে অনুরোধ জানিয়েছিলেন। তিনি আমন্ত্রণ স্বীকার করেছেন।’’

Advertisement

এই আবহে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ এনডিএ-র প্রথম সারির নেতাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ফডণবীসের সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে শিন্ডের পাশাপাশি এনসিপি (অজিত) প্রধান অজিত পওয়ারও শপথ নেবেন। দলীয় সতীর্থদের উপরোধেই বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে যে উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণে রাজি হয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন উদয়। তিনি বলেন, ‘‘আমরা সকলে ওঁকে (শিন্ডে) উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছিলাম। সেই সঙ্গে বলেছিলাম, উনি মন্ত্রিসভায় যোগ না-দিলে আমরাও কেউ মন্ত্রী হব না।’’

সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— বিজেপি, শিন্ডেসেনা এবং এনসিপি(অজিত) যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। সূত্রের খবর, গত ২৩ জানুয়ারি ভোটের ফল বেরোনোর পর থেকেই মুখ্যমন্ত্রী পদ না-ছাড়ার বিষয়টিতে কার্যত অনড় ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। বিস্তর দর কষাকষির পরে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দেন তিনি। নতুন সরকারে কোন দল কী মন্ত্রিত্ব পাবে, তা নিয়ে এখনও জট না-কাটায় শিন্ডেশিবির পাল্টা চাপের রণনীতি নিয়েছিল বলে অনেকে মনে করছেন। তা ছাড়া, উপমুখ্যমন্ত্রিত্ব গ্রহণের বিনিময়ে শিন্ডে স্বরাষ্ট্র দফতর দাবি করেছিলেন, যা দিতে বিজেপি গররাজি ছিল বলে ‘মহাজুটি’র একটি সূত্রের খবর। শেষ পর্যন্ত কোন শর্তে সমঝোতা হল, তা বোঝা যেতে পারে দফতর বণ্টনের পরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement