Voter List

দ্বৈত নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হোক! প্রস্তাব দিল্লি হাই কোর্টের

ভোটার তালিকার বিষয়ে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাটি খারিজ করে দিলেও ভোটার তালিকায় দ্বৈত নাম বাদ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার প্রস্তাব দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:১৯
Share:

ভোটার তালিকা থেকে দ্বৈত নাম বাদ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরামর্শ দিল্লি হাই কোর্টের। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকা থেকে দ্বৈত নাম বাদ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে। জাতীয় নির্বাচন কমিশনকে বুধবার এই প্রস্তাব দিয়েছে দিল্লি হাই কোর্ট। ভোটার তালিকা থেকে দ্বৈত নাম খুঁজে বার করে তা সংশোধনের আর্জি নিয়ে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বুধবার ওই মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিভু বখরু এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, আদালত জানিয়েছে, কমিশন চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভোটার তালিকা থেকে দ্বৈত নাম বাদ দিতে পারে।

Advertisement

সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। এক দফাতেই ভোট হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। চলতি মাসে দিল্লির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকা অনুসারে দিল্লিতে এক কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন ভোটার রয়েছেন। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নতুন নাম সংযোজিত হয়েছে ৩,০৮,৯৪২টি এবং নাম বাদ পড়েছে ১,৪১,৬১৩ জনের। সব মিলিয়ে খসড়ার তুলনায় চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ১,৬৭,৩২৯ জনের নাম যোগ হয়েছে।

‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, দিল্লি হাই কোর্টে এই জনস্বার্থ মামলাটি করেছে রাষ্ট্রবাদী আদর্শ মহাসঙ্ঘ নামে একটি রাজনৈতিক দল। তাদের আর্জি ছিল, নির্বাচন কমিশন এবং দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে ভোটার তালিকায় দ্বৈত নাম চিহ্নিত করে তা সংশোধন করার নির্দেশ দিক আদালত। সংগঠনের দাবি, তারা এর আগে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। তবে শীর্ষ আদালত থেকে তাদের জানানো হয় আগে রাজ্যস্তরে আবেদন জানাতে। তার পর হাই কোর্টে আবেদন জানাতে। সেই মতো হাই কোর্টে আবেদন জানিয়েছে তারা। তবে বুধবার ওই সংগঠনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement