গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আজ সকাল থেকেই নজরে ছিল লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। রীতি মেনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রবিবার শুরু হয় সকাল সাতটায়। মঞ্চ থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন মোদী। এর পরেই রাজ্যের অনুষ্ঠান। বেলা ১১টায় করোনা স্বাস্থ্য বিধি মেনে স্বাধীনতা দিবস পালিত হবে রেড রোডে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্বাধীনতা দিবসের দিন বেলা ১২.৩০ টায় আলিমুদ্দিনে পতাকা তোলার কথা রয়েছে বিমান বসুর। প্রথমবার দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম। সেদিকেও নজর থাকবে।
দেশের পাশাপাশি, আজ নজর থাকবে বিদেশের খবরের দিকেও। সারা পৃথিবীর চোখ রয়েছে আফগানিস্তানের দিকে। তালিবান ক্রমেই সে দেশের রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। কন্দহরের পর রাজধানীও কাবুলও দখল হয়ে যাওয়ার মুখে। সে দেশের প্রেসি়ডেন্ট আশরফ গনিকে নিয়ে খবর ছড়়িয়েছে দাবানলের মতো। জল্পনা, তিনি নাকি সপরিবার দেশ ছাড়তে পারেন। কোন দিকে যায় সেই সমীকরণ, সে দিকে নজর থাকবে। হাইতির ভূমিকম্পের দিকেও নজর থাকবে সারাদিন। শনিবার রাতে খবর আসে হাইতিতে ভূমিকম্প হয়, জারি হয় সুনামি সতর্কতা। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কী হয়, সেদিকেও নজর থাকবে।
এ ছাড়াও চলতি বেশ কয়েকটি ঘটনার দিকে নজর থাকবে রবিবার জুড়ে। এই তালিকায় প্রথমে থাকবে ত্রিপুরার রাজনীতির খবর। সে রাজ্যে বাংলার তৃণমূল নেতা-মন্ত্রীরা রয়েছেন। রবিবার পরিস্থিতি কোন দিকে গড়ায়, নজর থাকবে সেই দিকেও। নজর থাকবে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের চতূর্থ দিনের খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটের সময়।