Cyclone Fengal

‘ল্যান্ডফল’ শুরু ঘূর্ণিঝড় ফেনজ়লের, মাঝরাতের আগেই পেরোবে তামিলনাড়ু, পুদুচেরী উপকূল

ফুঁসছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। রবিবার ভোর ৪টে পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২০:১৭
Share:

ঘূর্ণিঝড় ফেনজ়লের প্রভাবে ভারী বৃষ্টি চেন্নাইয়ে। ছবি: পিটিআই।

স্থলভাগে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় ফেনজ়ল। শনিবার সন্ধ্যায় পুদুচেরী উপকূলের কাছে ‘ল্যান্ডফল’-এর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরী উপকূল পেরোবে ঘূর্ণিঝড়। ‘ল্যান্ডফল’-এর প্রক্রিয়া চলাকালীন ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার। ফেনজ়লের প্রভাবে ফুঁসছে সমুদ্র। ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, কুড্ডালোর, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং পুদুচেরীতে। রবিবার পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টি। তবে টানা নয়, বিক্ষিপ্ত ভাবে বলে মনে করছেন আবহবিদেরা।

Advertisement

শুক্রবার বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার প্রভাবে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় চলছে ভারী বৃষ্টি। জলমগ্ন চেন্নাই শহরের বহু অংশ। বিপর্যস্ত জনজীবন। শহরের বেশ কিছু অংশে লোডশেডিং হয়েছে। এটিএমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রবিবার ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে চেন্নাই বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫৫টি বিমান। ট্রেন পরিষেবাও ব্যহত। বাতিল করা হয়েছে চেন্নাই সেন্ট্রাল- জোলারপেট্টাই ইয়ালাগিরি এক্সপ্রেস।

তামিলনাড়ু উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সে জন্য সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুর হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টি হতে পারে ভেল্লোর, তিরুভারুর, নাগাপত্তিনম, রানিপেট, পেরমবালুর, আরিয়ালুর জেলায়। পুদুচেরীতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের মেসেজ পাঠিয়ে সতর্ক করেছে প্রশাসন। তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৪০০ জনকে সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। পর্যটকদের আগেই সতর্ক করা হয়েছে। শনিবার সকাল থেকে সৈকতে মাইকিং করে সতর্ক করেছে প্রশাসন। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ আগেই দিয়েছে তামিলনাড়ু সরকার। সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সরকারি যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement