Crime

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে একাধিক বার ধর্ষণ! অভিযুক্ত সিআরপিএফের কনস্টেবল

বিজয় কুমার নামে ৩৩ বছর বয়সি এক সিআরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১২:০৬
Share:

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক সিআরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ৩০ বছর বয়সি এক মহিলা। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

Advertisement

বৃহস্পতিবার এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, বিজয় কুমার নামে ৩৩ বছর বয়সি এক সিআরপিএফ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওই কনস্টেবল।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দিল্লি ও বিভিন্ন এলাকায় ওই যুগলের মধ্যে একাধিক বার শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। ছোট বোনের স্বামীর সূত্রে কনস্টেবলের সঙ্গে আলাপ হয় মহিলার। জানা গিয়েছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল অভিযোগকারী মহিলার। ২০১৪ সালের অক্টোবর মাসে তাঁদের পুত্রসন্তান হয়। কিন্তু সেই সম্পর্কে চিড় ধরেছে। বর্তমানে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলছে আদালতে।

Advertisement

ওই কনস্টেবলও বিবাহিত। তিনিও তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement