প্রতীকী ছবি।
চাকরি থেকে বরখাস্ত করেছিলেন মালিক। সেই রাগে মালিকের বাসের ইলেকট্রনিক ডিসপ্লেতেই গালাগাল লিখে দিলেন বাস চালক। এমনই ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। সতীশ সুখেজা নামের ওই ব্যক্তির বাসেরই কারবার। তাঁর একাধিক বাস মধ্যপ্রদেশের নানা প্রান্তে যাত্রী পরবহণের কাজ করে। সুখেজার নামাঙ্কিত বাস কোম্পানিতেই চাকরি করতেন সলমন খান। তিনি সাতনা থেকে ইনদওর পর্যন্ত বাস চালাতেন। কিছু দিন আগে তাঁকে বরখাস্ত করেন সতীশ। তখনকার মতো গাড়ির চাবি মালিকের হাতে তুলে দিয়ে চলে গেলেও প্রতিশোধ নেওয়ার কথা ভোলেননি সলমন।
কিছু দিন পর সতীশ আবিষ্কার করেন, বাসের ডিসপ্লে বোর্ডে তাঁরই নাম করে গালাগাল লেখা। যাত্রীরা বাসে ওঠার আগে বাসের গন্তব্যস্থল এবং বাসটি যাত্রাপথে কোথায় কোথায় থামবে, তা দেখার জন্য যাত্রীরা ডিসপ্লে বোর্ডে চোখ রাখতেই দেখেন এই দৃশ্য। যাত্রীদের একাংশ গোটা ঘটনার ভিডিয়ো করে সমাজ মাধ্যমে পোস্ট করেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সতীশের সংস্থা সুখেজা কোম্পানির তরফে স্থানীয় কোলগাওয়ান থানায় সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সতীশের অভিযোগ, ওই ডিসপ্লে বোর্ডের পাসওয়ার্ড কেবল সলমনই জানতেন। তাই তিনিই নিজের স্মার্টফোন থেকে এ সব অশ্লীল কথা লিখে দিয়েছেন। সলমনের উপযুক্ত শাস্তি চাইছেন সতীশ। একই সঙ্গে চাইছেন ডিসপ্লে বোর্ডের পাসওয়ার্ডটা ফিরে পেতে।