dev

Covid 19: আক্রান্ত দেব, মিমি, পরম, রুদ্ররাও! কোভিডে সংক্রমিত খ্যাতনামীরা কে কেমন আছেন এখন

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ৫৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ২১:৪৭
Share:

বুধবার করোনা আক্রান্ত হয়েছেন দেব, মিমি, পরমব্রত ও রুদ্রনীল

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ৫৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। বুধবার রাজ্যেও দৈনিক সংক্রমণ ১৪ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিডের দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যে ভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বাড়াবা়ড়ি পর্যায়ে পৌঁছেছিল, এ বার ঠিক একই রকম ছবি দেখা যেতে পারে ওমিক্রনের কারণে। এই পরিস্থিতিতে বুধবার বেশ কয়েক জন খ্যাতনামী আক্রান্ত হয়েছেন কোভিডে।

বুধবার সংক্রমিত হয়েছেন দেব ও তাঁর বান্ধবী রুক্মিনী মৈত্র। টুইটারে দেব জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। রুক্মিনীও টুইটারে সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন। করোনা আক্রান্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। রুদ্রের হাল্কা জ্বর, গা-হাত-পা ব্যথার মতো উপসর্গ রয়েছে। মিমি অবশ্য জানিয়েছেন, করোনা তাঁকে যথেষ্ট কাবু করেছে। সংক্রমিত হয়েছেন দে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রেশমি সেনও।

Advertisement

সপরিবার কোভিডে আক্রান্ত হয়েছেন বলিউড গায়ক সোনু নিগমও। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। সোনু জানিয়েছেন, সামান্য উপসর্গ রয়েছে তাঁর। তবে অসুস্থ বোধ করছেন না।

কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়েরও। মৃদু উপসর্গ নিয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তথা মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

Advertisement

নীচে এক নজরে দেখে নিন খ্যাতনামী আক্রান্তদের তালিকা। একই সঙ্গে জেনে নিন তাঁরা কে কোথায় আছেন এবং কেমন আছেন।

গ্রাফিক: সনৎ সিংহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement