গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টার তুলনায় আরও কিছুটা কমল। শনিবার দেশে ২২ হাজার ৮৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক সংক্রমণের হার বেড়েছে। কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২৪৪ জন। আগের দিনের তুলনায় ৬ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ। কিন্তু শনিবার দেশে পরীক্ষা করা হয়েছে এমন মানুষের মধ্যে দৈনিক করোনা সংক্রমণের হার কিছুটা বেড়ে হয়েছে ১.৮০ শতাংশ।
তবে কেরল এখনও বিপজ্জনক জায়গায়। শুক্রবারের তুলনায় সে রাজ্যে শনিবার আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৭ জন আক্রান্ত হয়েছেন কেরলে। তবে সেই সংখ্যা এখনও দেশের দৈনিক মোট আক্রান্তের অর্ধেকের বেশি।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার কিছুটা বেড়েছে। ২৫ হাজার ৯৩০ জন সুস্থ হয়েছেন। বেড়েছে মৃত্যুসংখ্যা। কেরলে শনিবার ১২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান। পরিসংখ্যানে এ-ও জানা গিয়েছে, কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৭৪০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ১২ লক্ষ ৬৫ হাজার ৭৩৪ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৭৩ লক্ষ ৭৬ হাজার ৮৪৬ জনকে।