Rishabh Pant

পন্থকে জড়িয়ে ধরতে দৌড় বিশেষ ভাবে সক্ষম ভক্তের, দেখে কী করলেন ঋষভ?

অস্ট্রেলিয়ায় মাঠের বাইরে দেখা গেল আরও একটি ঘটনা। ঋষভ পন্থকে দেখে তাঁকে জড়িয়ে ধরতে দৌড়ল বিশেষ ভাবে সক্ষম ভক্ত। তাকে দেখে কী করলেন ভারতের উইকেটরক্ষক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

মন জয় করে নিলেন ঋষভ পন্থ। তবে ব্যাট হাতে নয়, মাঠের বাইরে। মেলবোর্নে ভারতের অনুশীলনের পরে দেখা গেল সেই দৃশ্য। পন্থকে দেখে তাঁকে জড়িয়ে ধরতে দৌড়ল বিশেষ ভাবে সক্ষম ভক্ত। তাকে দেখে কী করলেন ভারতের উইকেটরক্ষক?

Advertisement

মঙ্গলবার সকালে মেলবোর্নে অনুশীলন করে ভারতীয় দল। অনুশীলন শেষে পন্থ যখন বার হচ্ছেন তখন দেখা যায় একটি বাচ্চা ছেলে মায়ের হাত ধরে তার দিকে যাচ্ছে। পন্থকে দেখে বিশেষ ভাবে সক্ষম ওই বাচ্চাটি দৌড়তে শুরু করে। পন্থও এগিয়ে আসেন। বাচ্চাটি তার সামনে পৌঁছে পন্থকে জড়িয়ে ধরে।

পন্থ প্রথমে তার মাথায় হাত বুলিয়ে দেন। তার পরে বাচ্চাটি বলে, “তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। এই প্রথম আমি কোনও ক্রিকেটারের এত কাছে আসতে পারলাম।” সে কথা শুনে হেসে পন্থ বলেন, “তোমার সঙ্গে দেখা করে আমিও খুব আনন্দ পেয়েছি। ভাল থেকো। সব সময় আনন্দে থেকো।” তার পরে বাচ্চাটির সঙ্গে ছবিও তোলেন পন্থ। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সকলে পন্থের এই ব্যবহারের প্রশংসা করেছেন।

Advertisement

চলতি সিরিজ়ে ব্যাট হাতে বিশেষ রান পাননি পন্থ। তিন টেস্টে পাঁচ ইনিংসে মাত্র ৯৬ রান করেছেন তিনি। ১৯.২০ গড়ে রান করেছেন পন্থ। তবে পার্‌থে প্রথম ইনিংসে চাপের মধ্যে তাঁর ৩৭ রান ভারতকে ১৫০ রানে পৌঁছতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জেতে। এখন দেখার, বাকি দুই টেস্টে পন্থ কেমন খেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement