Coronavirus in India

COVID in India: ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৭ হাজার ২৫৪, সক্রিয় রোগী কমল সাড়ে ১০ হাজারের বেশি

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১০:০৯
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পর পর দু’দিন ৩০ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫।

Advertisement


রবিবারের তুলনায় সোমবার দৈনিক মৃতের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের।

আক্রান্তের সংখ্যা কম হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে ১০ হাজার ৬৫২। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯ জন। গত ২৪ ঘণ্টা দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৮ হাজার ২৪৭। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম। দৈনিক সংক্রমণের হারও সোমবার রয়েছে ২.২৬ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement