COVID-19

Coronavirus in India: সংক্রমণের ৬৬% দুই রাজ্য থেকে, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও চিন্তা থাকছে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১০ অক্টোবর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৪৭৫।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১০:৩২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: সনৎ সিংহ।

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন। যদিও উদ্বেগে রেখেছে কেরল ও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৭০। মহারাষ্ট্রে এক দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৬। এই দুই রাজ্যে মোট দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৫৬, যা অর্থাৎ ভারতের দৈনিক সংক্রমণের ৬৫.৮১ শতাংশ। দেশে এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১০ অক্টোবর, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৪৭৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৪২ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৬২৪ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১২ লক্ষ ৮৩ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৮ কোটি ২৫ লক্ষ ৯৫ হাজার ৬৯৩ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৬ লক্ষ ৮৫ হাজার ৪১৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৯৪ কোটি ৭০ লক্ষ ১০ হাজার ১৭৫ টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement