ছবি: এএফপি।
অর্থনীতির চাকাকে গড়াতে সোমবার থেকে দেশের বেশ কিছু অংশে লকডাউনের মধ্যেও কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সামাজিক দূরত্ব মেনে কী ভাবে বেশি করে আর্থিক কাজকর্ম শুরু করা যায়, তার দিশা নির্দেশ নিয়ে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে শনিবার বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। অমিত শাহ ওই মন্ত্রিগোষ্ঠীর সদস্য না-হওয়ায় তাঁর পরিবর্তে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি। পরে রাজনাথ টুইট করে বলেন, গরিবদের আরও কী ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়ানো যায়, তা নিয়ে কথা হয়েছে।
এ দিকে ২০ এপ্রিল থেকে অত্যাবশ্যক নয় এমন পণ্য বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে ই-বাণিজ্য সংস্থাগুলিকে। সরকারের যুক্তি, খাবার ছাড়াও সাধারণ মানুষের অনেক সামগ্রীর প্রয়োজন হয় যা মুদিখানায় মেলে না। সেই কারণে ওই ছাড় দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস বলেছে, সরকারের উচিত ছিল ওই পণ্য পাওয়া যায় এমন ছোট দোকানগুলিকে খোলার অনুমতি দেওয়া। তা না করে সরকার শুধু বড় ব্যবসায়ীদের কথা ভাবছে। মোদী সরকারের ওই সিদ্ধান্তের অবশ্য প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় ব্যবসায়িক সংগঠন সিএআইটি ও সঙ্ঘের স্বদেশি জাগরণ মঞ্চ।
আরও পড়ুন: শ্রমিক সমস্যা নিয়ে সব রাজ্যকে চিঠি কেন্দ্রের
আরও পড়ুন: চূড়ান্ত সিলমোহর, সোমবার থেকে দেশে কী কী কাজ শুরু হচ্ছে দেখে নিন
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)