Deepikar Beauty Tips

বাড়তি সময় দিতে হবে না, মুখের জেল্লা ধরে রাখতে দীপিকা পাড়ুকোনের মতো ৩ কৌশল মানলেই হবে

শুধু ফিটনেসে নয়, সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোন সৌন্দর্যেও নজর কাড়েন। কী মাখলে নায়িকাদের মতো জৌলুস মেলে, এ প্রশ্ন সব সময়ই থাকে অনুরাগীদের মনে। শীতের মরসুমে ত্বকের যত্ন কী ভাবে করেন, জানালেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:০৪
Share:

কী ভাবে পাবেন দীপিকা পাড়ুুুুকোনের মতো উজ্জ্বল ত্বক? ছবি: সংগৃহীত।

বি-টাউনের নামজাদা তারকা তিনি। অভিনেতা রণবীর সিংহের ঘরণি। এখন ব্যস্ত মা-ও। সেপ্টেম্বরেই মেয়ে দুয়ার জন্ম দিয়েছেন নায়িকা দীপিকা পাড়ুকোন। গোটা মাতৃত্বপর্বে এক বারের জন্য তাঁর ত্বকের জৌলুস কমেছে বলে ক্যামেরায় ধরা পড়়েনি। বরং প্রতি মুহূর্তে চর্চায় অভিনেত্রীর সৌন্দর্য।

Advertisement

বরবারই দীপিকার সাজ এবং পোশাক থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রী নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন ত্বকের যত্নে সহজ, সরল পন্থাতেই বিশ্বাসী তিনি। এখন আবার তিনি মা। খুদের যত্ন-আত্তিতে ব্যস্ততা থাকবে, সেটাই স্বাভাবিক।

সব দিক সামলে কী ভাবে এত সুন্দর তিনি, জানতে চান অনুরাগীরাও। ইনস্টাগ্রামে অনুরাগীদের জন্যই শীতে রূপচর্চার সহজ এবং চটজলদি টিপ্‌স ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

দীপিকা বলছেন, ‘‘শীতের রুক্ষতাকে হারাতে ত্বকের যত্নে আমার ৩ রুটিন।’’ কী সেই তিন কৌশল? প্রথমেই আসে ক্লিনজ়িং। তবে শীতের উপযোগী ক্রিম ক্লিনজ়ার। দিনরাত বাইরে ঘোরার কারণে তো বটেই এবং ঘরে থাকলেও ধুলোবালির পরত পড়ে যায় ত্বকে। সে কারণে নিয়মিত ত্বক এবং মুখ পরিষ্কার করা জরুরি। শীতের শুষ্ক আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হলে অবশ্য ক্রিম ক্লিনজ়ার বেছে নিতে পারেন। দ্বিতীয় পর্যায়ে আসে ময়েশ্চারাইজ়ার। শীতের দিনে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকেও তার প্রভাব পড়ে। মুখ শুষ্ক হয়ে যায়। এই সময় ত্বককে গভীর ভাবে আর্দ্র রাখতে পারে, শীতের মরসুমে ব্যবহারের জন্য তৈরি বিশেষ ময়েশ্চারাইজ়ার মাখতে বলছেন দীপিকা। অভিনেত্রী নিজেও তেমনটা করেন। তৃতীয় ধাপে দীপিকা মেখে নেন সানস্ক্রিন। তারকার টিপ্‌স, শীত হোক বা গ্রীষ্ম, বছরভরই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি শুধু ত্বককে কালচে করে তোলে না, ত্বক শুষ্ক করে তোলে। সানস্ক্রিনের সুরক্ষাবর্ম না থাকলে বয়সের আগেই মুখে বলিরেখাও পড়তে পারে।

বলিউডের নায়িকা রূপচর্চায় সব সময়ই ঘরোয়া প্রসাধনীর উপর ভরসা রাখেন। এর আগে বহু সাক্ষাৎকারে দীপিকা তা জানিয়েছেন। সৌন্দর্যের গোপন কথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘‘ ত্বককে তার মতোই থাকতে দিন। যেটুকু পরিচর্যা দরকার, তার বাইরে আর কোনও কিছু করি না।’’ এ প্রসঙ্গে মা উজ্জ্বলা পাড়ুকোনের পরামর্শের কথাও বলেন তিনি। তাঁর মা ছোট থেকে তাঁকে শিখিয়ে এসেছেন, ‘‘ত্বক যেমন, সে ভাবেই থাকতে দাও। ’’

তবে বাহ্যিক ভাবে পরিচর্যা করার চেয়েও ভিতর থেকে যত্ন নিতে বেশি পছন্দ করেন দীপিকা। প্রাকৃতিক উপাদানে তৈরি স্বাস্থ্যকর পানীয়ে চুমুক দেন। পাশাপাশি, ডায়েট মেনে খাওয়া, শরীরচর্চা করেই থাকেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement