Yuzvendra Chahal

যুজবেন্দ্রের বাড়ি ছেড়ে কার কাঁধে মাথা রাখলেন ক্রিকেট তারকার স্ত্রী ধনশ্রী?

কানাঘুষো ধনশ্রী নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। এ বার নাকি বিচ্ছেদের আরও কাছাকাছি পৌঁছে গেলেন যুজবেন্দ্র ও তাঁর স্ত্রী!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:১৪
Share:

যুজবেন্দ্রে বাড়ি ছাড়লেন ধনশ্রী! ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। অনেকেরই আশঙ্কা, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ক্রিকেট তারকা যুজবেন্দ্র চহল ও তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা। দু’জনে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। নৃত্যশিল্পী হিসেবে নামডাক রয়েছে ধনশ্রীর। তবে জল্পনার সূত্রপাত সমাজমাধ্যমে। তাঁরা নাকি একে অপরকে সরিয়ে ফেলেছেন নিজেদের সমাজমাধ্যমের পাতা থেকে। যুজবেন্দ্র মুছে ফেলেছেন ধনশ্রীর ছবি। কানাঘুষো, ধনশ্রী নাকি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। এ বার নাকি বিচ্ছেদের আরও কাছাকাছি পৌঁছে গেলেন একদা চর্চিত দম্পতি। স্বামীর বাড়ি নাকি ত্যাগ করেছেন ধনশ্রী!

Advertisement

২০২০ সালের ২২ ডিসেম্বর গুরুগ্রামে অনুষ্ঠান করেই বিয়ে করেন যুজবেন্দ্র। ধনশ্রী ছিলেন তাঁর নাচের শিক্ষক। করোনার সময় অনলাইনে নাচ শিখতে গিয়ে দু’জনের আলাপ। দু’জনেই সমাজমাধ্যমে সক্রিয়। প্রায়ই নিজেদের ছবি ভাগ করে নেন। তবে সম্পর্ক যে ঠিকঠাক নেই, তা বোঝা গিয়েছিল মাস কয়েক আগে থেকে।

সম্প্রতি জল্পনা উস্কে একটি পোস্ট দেন যুজবেন্দ্র। সেই পোস্টে তিনি বলেছেন, ‘‘কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের পেরিয়ে আসা পথটুকু জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজা ভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।’’

Advertisement

এর মাঝে রবিবার বেশ কিছু ছবি ভাগ করে নেন ধনশ্রী তাঁর সমাজমাধ্যমে। ধনশ্রী তাঁর মায়ের সঙ্গে ছবি ভাগ করেছেন। অনুরাগীদের দাবি, সেখানে নাকি ধনশ্রীকে বেশ ম্লান দেখাচ্ছে। মায়ের কাঁধে মুখ গুঁজে যেন শান্তির খোঁজে তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement