গ্রাফিক: শৌভিক দেবনাথ
হাজার পেরিয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৪। এ দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩ জন। গোটা দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের।
এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে সংক্রমণের শিকার হয়েছেন মোট ১৮৬ জন। এ দিন নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। মহারাষ্ট্রের পরই রয়েছে কেরল। সেখানে ১৮২ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন। তৃতীয় স্থানে থাকলেও, কর্নাটকে এখনও সংখ্যাটা অবশ্য দুই অঙ্কেই আটকে রয়েছে। এ দিন নতুন করে ১৫ জন আক্রান্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৬।
অন্য দিকে, করোনায় মৃত্যুর নিরিখেও সারা দেশের মধ্যে মহারাষ্ট্র প্রথম। এখনও পর্যন্ত সে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে গুজরাত এবং কর্নাটক। ৫ জনের মৃত্যু হয়েছে গুজরাতে। কর্নাটকে মৃত্যু হয়েছে ৩ জনের। তবে করোনার বিরুদ্ধে লড়াইও জারি রয়েছে। গোটা দেশে ইতিমধ্যে মোট ৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শনিবারই এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাটা ১৫ থেকে বেড়ে ১৮ হয়ে গিয়েছিল। কলকাতার নয়াবাদের বাসিন্দা এক বৃদ্ধের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছিল। পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ সপরিবার এগরায় এক আত্মীয়ের ছেলের বিয়েতে যোগ দিয়েছিলেন। সেই আত্মীয়ের স্ত্রী (৫৬) এবং পিসির (৭৬) দেহে ওই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। নাইসেড সূত্রে খবর, তৃতীয় আক্রান্ত উত্তরবঙ্গের বাসিন্দা এক মধ্যবয়সি মহিলা।
আরও পড়ুন: করোনা-শঙ্কায় অবহেলা করা যাবে না ক্যানসারকে
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।