প্রতীকী ছবি।
তামিলনাড়ুর করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করল কেন্দ্র। বিধানসভা ভোটের আগে দক্ষিণ ভারতের ওই রাজ্যে কোভিড-১৯-এর পুনরুত্থানের ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আশঙ্কা। মন্ত্রকের আধিকারিকদের একাংশের মতে গত দু’সপ্তাহে তামিলনাড়ুর কার্যত করোনা উপত্যকা হয়ে উঠেছে।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই লকডাউন সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে তামিলনাড়ু সরকার। কিন্তু বিধানসভা ভোটের আবহে তা পুরোপুরি কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
তবে টানা ৪ দিন ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬ হাজারের উপর থাকার পরে সোমবার তা ১৫ হাজারে নামায় সামান্য স্বস্তি মিলেছে। গত কয়েক দিনে তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে ৫০০। দেশের সবচেয়ে করোনা-কণ্টকিত রাজ্য মহারাষ্ট্রের চেয়ে পরিস্থিতি ভাল হলেও উদ্বেগের মূল কারণ তামিলনাড়ুতে সংক্রমণের ক্রমশ সংখ্যাবৃদ্ধি।
শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি, ইউরোপের বিভিন্ন দেশ আর আমেরিকাতেও গত দু’সপ্তাহে সংক্রমণের ঘটনা বেড়েছে দ্রুতগতিতে। গত দু’মাসের মধ্যে এই বৃদ্ধির হার সর্বাধিক। করোনাভাইরাসের নতুন কয়েকটি প্রজাতির উৎপত্তিই এই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
এই পরিস্থিতিতে নতুন করে সতর্কবার্তা জারির সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, আনলক পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করাও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।