গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৩১ জন। যা বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। বুধবার এই সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮৩৩।
দৈনিক সংক্রমণ বাড়লেও টানা ১৩ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা কিন্তু ৩০ হাজারের নীচেই রয়েছে। দৈনিক সংক্রমণের হারও ক্রমে নিম্নমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১.৫৭ শতাংশ। ধীরে ধীরে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
তবে মৃত্যুর সংখ্যা ফের তিনশো ছাড়িয়েছে। টানা ছ’দিন দৈনিক মৃত্যুর সংখ্যা তিনশোর নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের।
দেশের মধ্যে সংক্রমণের শীর্ষেই রয়েছে কেরল। দেশের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৬ জন। তার পরই রয়েছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু।
তবে এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে উৎসব। দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়েছে। ফলে এই সময় সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য রাজ্য প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
পাশাপাশি দ্রুত টিকারকরণের কাজ চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। ইতিমধ্যেই ৯২ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ লক্ষ ৯ হাজার ৫২৫ জনের টিকাকরণ হয়েছে দেশ জুড়ে।