Daily Covid Bulletin

Covid bulletin: দু’বছর আগে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম দেশে করোনায় মৃত্যু মাত্র এক জনের

কেরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দিল্লিতে আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১১:৪৬
Share:

দু’বছর বাদে এই প্রথম মৃতের সংখ্যা এসে দাঁড়াল একে ফাইল চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। দু’বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে একুশ দিনের জন্য প্রথম দফার লকডাউন ঘোষণা করেন। সেই দিন, অর্থাৎ ২৪ মার্চ মৃতের সংখ্যা ছিল এক। তার পর আর এ রকম ঘটনা দেখা যায়নি। ২০২০ সালের পর দু’বছর বাদ‌ে এই প্রথম মৃতের সংখ্যা এসে দাঁড়াল একে। তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে এই এক জন ব্যক্তি মারা গিয়েছেন। অন্য রাজ্যে মৃতের সংখ্যা শূন্য।

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,০০৭। বুধবারের তুলনায় এই সংখ্যা সামান্য কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৮৮।
কেরলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দিল্লিতে আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজধানীতে ২৯৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ২২ লক্ষ ৭৬ হাজার ৩০৪ টিকাকরণ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement