ধর্ষণের অভিযোগে সাসপেন্ড করা হল মহারাষ্ট্রের কনস্টেবলকে। ছবি: প্রতীকী
বাংলাদেশের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল মহারাষ্ট্রের এক কনস্টেবলের বিরুদ্ধে। এ বার সাসপেন্ড করা হল সেই কনস্টেবলকে। সাংলি জেলার ঘটনা।
সাংলির বিশ্রামবাগ থানায় ওই কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয় আদালত পুলিশি হেফাজতে পাঠায় তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করেছেন সাংলির পুলিশ সুপার বাসবরাজ তেলি।
বাংলাদেশ থেকে এসে সাংলিতে এক আত্মীয়ার কাছে থাকত ১৭ বছরের নির্যাতিতা। অভিযোগ, তাকে বেশ কয়েক বার ধর্ষণ করেছেন ওই পুলিশ কনস্টেবল। ধর্ষণেই থামেননি তিনি। নির্যাতিতার থেকে দু’লক্ষ, তাঁর আত্মীয়ার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন। অভিযোগ, তাঁদের ভয় দেখিয়ে এই টাকা আদায় করেছিলেন কনস্টেবল। হুমকি দিয়েছিলেন, টাকা না দিলে তাঁদের বাড়িতে এসে পুলিশ তল্লাশি চালাবে।