কংগ্রেস নেতার ঝুলন্ত দেহ উদ্ধার অসমে। আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। প্রতীকী ছবি।
কংগ্রেসের বর্ষীয়ান নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল অসমে। মঙ্গলবার একটি শ্মশানের অফিসে ঝুলন্ত অবস্থায় রাজুপ্রসাদ শর্মার (৬৫) দেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে ওই নোটে লেখা রয়েছে। কংগ্রেস নেতা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজুপ্রসাদ অবিবাহিত ছিলেন। তিনি খুবই ধার্মিক ছিলেন। প্রায়শই ওই শ্মশানে যেতেন কংগ্রেস নেতা। সেখানে ধ্যান করতেন তিনি। ময়নাতদন্তের পর তাঁর দেহ কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। তাঁকে শ্রদ্ধা জানান সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বরা।
গত ৪০ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসে নানা দায়িত্ব সামলেছেন রাজুপ্রসাদ। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কংগ্রেস নেতার শেষ ইচ্ছানুযায়ী তাঁর দেহ পরে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়।