Mallikarjun Kharge

‘কথায় সিংহ, কাজে ইঁদুর’! ‘রাবণ’-বিতর্কের পর আবার মোদীর হাতে ‘অস্ত্র’ দিলেন খড়্গে?

সোমবার অলওয়ারে কংগ্রেসের সভায় অরুণাচলের তাওয়াংয়ে চিনা হামলার প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বলেন, ‘‘বিজেপি সরকার কথায় সিংহ, কিন্তু কাজে ইঁদুর।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৯:১৯
Share:

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ কংগ্রেস সভাপতি খড়্গের বিরুদ্ধে। ফাইল চিত্র।

‘কুকুর’-মন্তব্য ঘিরে বিতর্কের আবহেই এ বার বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মম্তব্যের অভিযোগ উঠল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাজস্থানের অলওয়ারে মোদীর নাম না করে ‘ইঁদুর’ বলেছেন তিনি। খড়্গের ক্ষমাপ্রার্থনার দাবিতে মঙ্গলবার সংসদে বিক্ষোভও দেখান বিজেপি সাংসদেরা।

Advertisement

গুজরাতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাবণ’-এর সঙ্গে তুলনা করে বিতর্ক তৈরি করেছিলেন কংগ্রেসের সভাপতি। সোমবার অলওয়ারে কংগ্রেসের সভায় অরুণাচলের তাওয়াংয়ে চিনা হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘বিজেপি সরকার কথায় সিংহ, কিন্তু কাজে ইঁদুর।’’

ওই সভায় খড়্গে স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে বিজেপি নেতাদের নিশানা করে বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের আত্মবলিদানের তালিকা দীর্ঘ। আপনাদের (বিজেপি নেতা) বাড়ির একটা কুকুরও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? অথচ এর পরেও আপনারা নিজেদের ‘দেশপ্রেমিক’ বলে দাবি করেন। আমাদের ‘দেশদ্রোহী’ বলেন।’’

Advertisement

খড়্গের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়ের কাছে আবেদন জানান, ‘কুরুচিকর মন্তব্যের জন্য’ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতাকে যেন ক্ষমতা চাইতে বাধ্য করা হয়। কিন্তু পত্রপাঠ সেই দাবি খারিজ করে ধনখড় কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, ‘‘আমরা কি শিশু? সভার বাইরে কেউ কিছু বললে, সে প্রসঙ্গ কি সভায় তোলা যায়? দেশের ১৩৫ কোটি মানুষ আমাদের দেখছে।’’

অধ্যক্ষের মন্তব্যের পরেও বিজেপি সাংসদদের একাংশ ক্ষমার দাবিতে শোরগোল চালিয়ে যান। কংগ্রেসের দলিত নেতাকে নিশানা করেন তাঁরা। এ সময় খড়্গে বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন, ‘‘যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করলেন তাঁদেরকেই আপনারা ক্ষমা চাইতে বলছেন! আমি আবার বলছি, যাঁরা ক্ষমা চাওয়ার দাবি তুলছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁদের কোনও অবদান নেই।’’ সংসদের বাইরে তিনি যা বলেছেন, তা নিয়ে সংসদের ভিতরে কেন আলোচনার দাবি উঠছে, সে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জানতে চান, কেন অরুণাচলের তাওয়াংয়ে চিনা ফৌজের অনুপ্রবেশ নিয়ে আলোচনায় রাজি হচ্ছে না মোদীর সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement