Narendra Modi

Kunal Kamra: মোদীকে গান শোনানো খুদের ভিডিয়ো নিয়ে ‘কাটাছেঁড়া’, শিশু কমিশনের রোষে কুণাল

শিশু অধিকার সুরক্ষা কমিশন কুণালের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানানোর পর কৌতুক শিল্পীও একটি টুইট করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০৫:২৮
Share:

ফাইল চিত্র।

দিন দুয়েক আগে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশাত্মবোধক গান শোনানো এক খুদের ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োর ‘বিকৃত রূপ’ টুইটারে পোস্ট করে এ বার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের রোষে পড়লেন কৌতুক শিল্পী কুণাল কামরা। টুইটারের কাছে কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানানোর পাশাপাশি শিল্পীর পোস্ট করা ‘বিকৃত’ ভিডিয়োটি অবিলম্বে ওই প্ল্যাটফর্ম থেকে সরানোর দাবি জানায় কমিশন।

কুণালের পোস্ট করা ভিডিয়ো নিয়ে একটি অভিযোগ জমা পড়়েছে কমিশনের কাছে। টুইটারের গ্রিভ্যান্স আধিকারিককে লেখা চিঠিতে তা উল্লেখ করে লেখা হয়েছে, ‘অভিযোগপত্র খতিয়ে দেখে কমিশন মনে করছে, নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ওই শিশুর দেশাত্মবোধন গান গাওয়ার ভিডিয়ো বিকৃত করা হয়েছে। যা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ২০১৫ এবং তথ্য প্রযুক্তি বিধি ২০২১-এর লঙ্ঘন বলেই মনে করছে কমিশন। সর্বোপরি এই টুইট কোনও শিশুর সার্বিক বিকাশের এবং মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক।’

প্রসঙ্গত, বার্লিনের ভিডিয়োতে ওই খুদেকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ‘হ্যায় জন্মভূমি ভারত’ গানটি গাইতে দেখা গিয়েছিল। কুণাল টুইটারে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে ওই গানের বদলে বসানো হয়েছে ‘পিপলি লাইভ’ ছবির ‘মেহেঙ্গাই ডায়েন খায়ে জাত হ্যায়’। লাগাতার মূল্যবৃদ্ধিতে আমজনতার দুর্দশা নিয়ে রচিত সেই গান।

Advertisement

শিশু অধিকার সুরক্ষা কমিশন কুণালের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানানোর পর কৌতুক শিল্পীও একটি টুইট করেন। তিনি লেখেন, ‘মিম পোস্ট করার জন্য আমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।’

ছেলের গানের ভিডিয়ো ‘বিকৃত’ করার অভিযোগে কুণালকে বিঁধেছেন ওই খুদের বাবা গণেশ পাল। তিনি বলেন, ‘‘আপনার নোংরা রাজনীতি থেকে আমার ছোট্ট ছেলে দূরে রাখুন‌। নিজের ফালতু জোকসে্ নজর দিন।’’ জবাবে টুইটারে কুণাল লেখেন, ‘আপনার ছেলের সঙ্গে আমি রসিকতা করিনি। দেশের সব চেয়ে জনপ্রিয় সন্তানকে শোনানো আপনার ছেলের দেশাত্মবোধক গান আপনি উপভোগ করুন। কিন্তু আমি বলতে চাইছি, দেশবাসী যে গান গাইছে, তা-ও শোনা উচিত ওই জনপ্রিয় সন্তানের।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement