Fish

কার পাতে পড়বে মাছ? বচসা থেকে মারামারি শুরু বর-কনে পক্ষের, ভয়ে পালালেন পাত্র!

এই ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ, এই পরিস্থিতিতে কয়েক জন মত্ত যুবক বর এবং তাঁর পরিবারের দিকে তেড়ে যান। তার পরেই মণ্ডপ ছেড়ে পালিয়ে যান বর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৬
Share:

মাছ খাওয়া নিয়ে বচসা, মারামারি উত্তরপ্রদেশের বিয়েবাড়িতে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাছ কারা খাবেন? সেই নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটল উত্তরপ্রদেশের পথেরওয়া গ্রামের বিয়ে বাড়িতে। লাঠি নিয়ে মারামারি হল বর পক্ষ এবং কনে পক্ষের মধ্যে। আহত হয়েছেন বেশ কয়েক জন। ভয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেলেন বর। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

পথেরওয়া গ্রামে বসেছিল বিয়ের আসর। ভোজে শুধুমাত্র বরযাত্রীদের জন্য মাছের ব্যবস্থা করেছিল কনেপক্ষ। অভিযোগ, খেতে বসে সেই নিয়ে শুরু হয় বচসা। কার পাতে মাছ পড়বে, কাকে মাছ দেওয়া হবে না, সেই নিয়ে বচসা থেকে শুরু হয় মারামারি। এই ঘটনায় এক জন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ, এই পরিস্থিতিতে কয়েক জন মত্ত যুবক বর এবং তাঁর পরিবারের দিকে তেড়ে যান। তার পরেই মণ্ডপ ছেড়ে পালিয়ে যান বর। শুরু হয় তাঁর খোঁজ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা বরের খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত তাঁকে ধরে নিয়ে এসে বিয়ের মণ্ডপে হাজির করায়। বর যদিও বিয়ের পিঁড়িতে বসতে আর রাজি ছিলেন না। পুলিশকর্মীরাই তাঁকে বুঝিয়েসুঝিয়ে বিয়ে করতে রাজি করান। পথেরওয়া থানার আধিকারিক দীপককুমার সিংহ জানান, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ শেষ হয় বিয়ে। পুলিশের হস্তক্ষেপে বর এবং কনে পক্ষের মধ্যে মিটমাট হয়েছে। দীপক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় কোনও অভিযোগ দায়ের করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement